• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

লক্ষীপুরের রায়পুরে লামচরী কারামতীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় শতবর্ষ পূর্তি পালন


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২২, ৫:৫৭ অপরাহ্ন / ১২৩
লক্ষীপুরের রায়পুরে লামচরী কারামতীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় শতবর্ষ পূর্তি পালন

জয়নাল আবেদীন,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুরে লামচরী কারামতীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় প্রায় এক হাজার প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ১০০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে পালিত হয় দুই দিনব্যাপী এ মিলনমেলা। শুক্রবার শতবর্ষ অনুষ্ঠানের প্রথম দিন মাহফিল হয় দিয়ে শুরু হয়। শনিবার সকাল ১০টায় মাদরাসার মাঠে কোরআন তেলওয়াত দিয়ে দিন ব্যপি নানান আয়োজন অনুষ্ঠিত হয়,

এতে অংশ নেন মাদরাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা। অংশগ্রহণকারীদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে লামচরী কারামতীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গন।
শতবর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির আহ্বায়ক দাখিল ৯৯ ব্যাচের আহবায়ক মোঃ নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউএন অনজন দাশ, এসিল্যান্ড রাসেল ইকবাল, মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম আজাদ, সমাজ সেবক মোহাম্মদ ইউনুস, সাংবাদিক আনোয়ার ঢালী প্রমুখ।