নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুরে কেরোয়া নাগরিক পরিষদের উদ্যোগে দুইশত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল,সুয়েটার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা দিকে উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের মাওলানা কফিলউদ্দিন জামেয়া ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কেরোয়া নাগরিক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও মাষ্টার জহিরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেরোয়ার কৃতি সন্তান,কেরোয়া নাগরিক পরিষদের সম্মানিত আহবায়ক, উত্তরা টাউন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ,প্রফেসর কামাল উদ্দিন রায়হান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মনির হোসাইন সুমন, এম এম এ কাদের একাডেমির প্রধান শিক্ষক মাষ্টার হারুনুর রশীদ, মাওলানা আবদুল মোতালেব, বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা আবদুল মান্নান, মাওলানা মফিজুর রহমান, শ্রমিক নেতা মোঃ তারেক আজিজ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ ইমরান, দেলোয়ার পাটওয়ারী, নিশাদ খাঁন ও মোঃ সোহেল প্রমুখ।
আপনার মতামত লিখুন :