জয়নাল আবেদীন, লক্ষ্মীপুরঃ পদযাত্রা নামে দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ ভাটরা ইউনিয়ন যুবলীগ।
মঙ্গলবার বিকেলে ভাটরা বাজারে ইউনিয়ন যুবলীগের সভাপতি পেয়ার আহমেদ পেয়ারের সভাপতিত্বে এবং ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আতরাফ ওয়াসিম সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী, রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফয়সাল মাল,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোস্তফা জামাল মুকুল, যুবলীগ নেতা জামাল হোসেন খোকন, ইউপি সদস্য মহসিন রাসেল প্রমুখ
এই ছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগের নেতা কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়নকে ব্যাহত করতে বিএনপি-জামায়াত পদযাত্রার নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আওয়ামী যুবলীগ আগের চেয়ে অনেক শক্তিশালী। বিএনপি-জামায়াতকে কোনো ধরনের সন্ত্রাস, সহিংস রাজনীতি করতে দেওয়া হবে না। তাদের ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ রাজপথে থাকবে।