মাজহারুল ইসলাম চপল, ব্যুরোচীফঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনকে সামনে রেখে মহল্লায় মহল্লায় চলছে গুনবিচারের আলোচনা সমালোচনা। কিন্তু সব কিছুকে পেছনে ফেলে অনেক আগেই সমাজ সেবায় এগিয়ে গেছেন রাসেল জামান। তাই এলাকার মানুষের ভালবাসায় সিক্ত হয়ে নির্বাচনী প্রচারণায় মূখর প্রতিটি মহল্লা। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর বিকাল ৫ টায় নির্বাচনী এলাকার হুসেনীগঞ্জ সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে দোয় ও সহযোগিতা চেয়েছেন রাসেল।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক হুসেনীগঞ্জে এলাকার একাধিক মহিলা মন্তব্য করে বলেন, আমরা ছোট থেকে দেখেছি রাসেল অসহায় গরীব দুস্থদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে। এবং চলমান করোনা দুর্যোগে বহু মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। সত্যিকার অর্থে রাসেল একজন ভাল ছেলে। তার এমন মনমানসিকতা দেখেই বোঝা যায় সে সৎ ও যোগ্য প্রার্থী। আমরা নিঃস্বার্থে রাসেল কে কাউন্সিলর হিসেবে চাই। এছাড়াও ঐ মহল্লার ছোট-বড়, বৃদ্ধারা রাসেলের মাথায় হাত রেখে দোয়া করেছেন।
এই নির্বাচনী প্রচারনায় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েক শত সাধারণ মানুষ।
আপনার মতামত লিখুন :