• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

রাতের প্রথম প্রহরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন / ৫৪
রাতের প্রথম প্রহরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

রংপুর অফিসঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) দিবাগত রাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটির প্রথম প্রহরে রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান মুন ও সদস্য সচিব এস এম লিটনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের জ্যৈষ্ঠ যুগ্ন আহবায়ক রুস্তম আলী সরকার, যুগ্ন আহ্বায়ক (দপ্তর) নূরে আলম নূর, যুগ্ন আহবায়ক মুস্তাফিজুর রহমান বাবলু, জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব আব্দুল মাবুদ, মিজানুর রহমান মিজান, আমিরুল ইসলাম রাজু, যুগ্ম সদস্য সচিব রবিউল ইসলাম, সৈয়দা কনক (শিল্পী আক্তার), শাহিন মির্জা সুমন, সাধারণ সদস্য শোয়াইব হোসেন, তাহমিদ আনোয়ার দিগন্ত প্রমুখ।