• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

রাজশাহী মহানগর ছাত্রলীগের ৩ টি শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে


প্রকাশের সময় : জুলাই ৪, ২০২২, ১০:১২ পূর্বাহ্ন / ১৩৯
রাজশাহী মহানগর ছাত্রলীগের ৩ টি শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে

রাজশাহী প্রতিবেদকঃ রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সিরাজুম মুবিন সবুজের নেতৃত্ব মহানগর ছাত্রলীগের তিনটি শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

৩ জুলাই ২০২২ তারিখ রাত ৯ টায় ছাত্রলীগ সভাপতি সিয়াম সম্পাদক সবুজের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহাগরীর অর্তভুক্ত তিনটি শাখা (আংশিক) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে নগরীর রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে মোঃ নাবিল হাসান ও সাধারণ সম্পাদক সুকান্ত দাস, বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রলীগের সভাপতি এ,কে,এম সাফফাত হোসেন (রিয়াদ) ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মোঃ জিহান ও সাধারণ সম্পাদক মোঃ রানা হোসেন এর নাম প্রকাশ করা হয়েছে।

এই কমিটির বিষয়টি মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতি নুর মোহাম্মদ সিয়াম নিশ্চিত করেছেন এবং তাদের জন্য মঙ্গল ও শুভকামনা জানিয়েছেন। এছাড়াও দ্বায়িত্ব পাওয়া ছাত্রনেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ ও প্রাণপ্রিয় ছাত্রলীগ কর্মীরা।