শেখ শিবলী, রাজশাহীঃ রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর মহল্লার মোঃ আল রিয়াদ (৩০), পিতা-মোঃ নাজিরুল ইসলাম এর বসত বাড়িতে এলাকায় অপারেশন পরিচালনা করে একটি বিদেশী পিস্তল (আগ্নেয়াস্ত্র), একটি পিস্তলের ম্যাগজিন তিন রাউন্ড পিস্তলের গুলি, ০১টি লোহার হাতুড়ি, এবং ০১টি মোবাইল ফোন, উদ্ধার করা হয় এবং আসামী মোঃ আল-রিয়াদ (৩০), পিতা-মোঃ নাজিরুল ইসলাম, সাং-রানীনগর (সাধুরমোড়), থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগরী থেকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর মহল্লাস্থ মোঃ আল রিয়াদ (৩০), পিতা-মোঃ নাজিরুল ইসলামের বসবাসরত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া একই তারিখ ১২.১৫ ঘটিকায় রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর মহল্লাস্থ মোঃ আল রিয়াদ (৩০), পিতা-মোঃ নাজিরুল ইসলাম এর বসত বাড়িতে পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ ব্যক্তি পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই অস্ত্রধারীকে দৌড়ঝাঁপে আটক র্যাব-৫ এর জিজ্ঞাসাবাদে আসামী আল-রিয়াদের স্বীকাররক্তি মতে আসামীর বাড়ি তল্লাশী করে দুইতলা বিশিষ্ট বিল্ডিং বাড়ির ২য় তলায় পশ্চিম দুয়ারী শয়ন কক্ষে খাটের জাজিমের নিচে পূর্ব কোণ হইতে উল্লিখিত আলামত সমূহ উদ্ধার করা হয়। উক্তি আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বিশেষ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
আপনার মতামত লিখুন :