নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক করা হয়েছে ২ ছিনতাইকারীকে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মতিহার থানা পুলিশ জানায়, রাত সোয়া নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্বপাড়া মেডিকেল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। দুই ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে যাবার সময় এক শিক্ষার্থীর হাত থেকে মোবাইল ফোন ছিনতাই করে দ্রত পালিয়ে যাওয়ার সময় অন্য শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে।
এ সময় শহীদ হবিবুর রহমান হলের সামনে তাদের আটক করা হয়। আটক দুজনকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গনধোলাই দিয়ে তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পুলিশ জানায় আটক অভিযুক্তদের নাম ফায়সাল ও ধ্রুব, তাদের বাড়ি রাজপাড়া থানা এলাকায়।
পরে প্রক্টর দপ্তর থেকে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত দুজনকে প্রশাসনিক ভবনে নিয়ে যায়। রাতের মধ্যে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।