• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

রাজশাহী চারঘাটে কমিউনিটি ক্লিনিকে দুধর্ষ চুরি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৩, ৭:৪২ অপরাহ্ন / ১৩০
রাজশাহী চারঘাটে কমিউনিটি ক্লিনিকে দুধর্ষ চুরি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক,চারঘাট,রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ননের খোর্দ্দগোবিন্দ্পুর কমিউনিটি ক্লিনিকের দুধর্ষ চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে এই চুরিটি সংঘটিত হয়েছে বলে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

জানা যায়, উক্ত কমিউনিটি ক্লিনিকে দ্বায়িত্ব প্রাপ্ত সিএইচসিপি জাকিয়া সুলতানা প্রতিদিনের মতো বুধবারে দ্বায়িত্ব পালন শেষে ঘরে তালা বন্ধ করে করে যায়।

বৃহস্পতিবার সকালে এসে দেখে ঘরের দরজা কেটে ক্লিনিকের মধ্যে থাকা একটি ল্যাপটপ, একটি ফ্যান ও ঔষধ পত্র সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

বিষয়টি সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু কে জানালে তারা ঘটনা স্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্লিনিকে চুরি হওয়ার সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করি। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, বিষয়টি সর্ম্পকে আমি অবগত নয়।