• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

রাজশাহীর সরদহ রেল স্টেশন এলাকায় রেল লাইনে আগুন দিয়েছে দুবৃত্তরা


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ৬:৫২ অপরাহ্ন / ২২৪
রাজশাহীর সরদহ রেল স্টেশন এলাকায় রেল লাইনে আগুন দিয়েছে দুবৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলা সরদহ রেল স্টেশনের অদুরে রেল লাইনে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিন গত গভীর রাতে রেল লাইনের ৩৮ নম্বর ব্রীজের নিকট এ ঘটনা ঘটেছে বলে সরদহ রেল স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার হিমেল জানান।

এ বিষয়ে জানতে চাইলে রেল লাইনের পাহারাদার লাভলু বলেন, আমি ও আমার সহকর্মী হিরু আমরা দুজনেই রেল লাইন দেখতে দেখতে একটু দুরে
গিয়ে শলুয়া ব্রীজের নিকট থেকে ফেরার পথে আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে দেখি রেল লাইনের সাথে চেইন দিয়ে তালা লাগানো গ্যাস সিলিন্ডারে আগুন জ্বলছে। বিষয়টি স্টেশন মাস্টারকে অবগত করেছি। এ সময় আমাদের চিৎকারে এলাকার লোকজন দৌড়ে এসে আগুন নিভাতে সক্ষম হয়।

এ ব্যাপারে স্টেশন মাস্টার হিমেলের নিকট জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার বিষয়টি সত্য তবে কে বা কাহারা আগুন দিয়েছে তা জানিনা তবে রেল চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।

এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি জিডি করা হয়েছে। ওসি বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এদিকে, গত বুধবার দিন গত গভীর রাতে একই কায়দায় নন্দনগাছী রেল স্টেশনের পূর্বে কালাবীপাড়া এলাকায় দুবৃত্তরা বেল লাইনের ওপর আগুন দেই বলে জানা যায়।