• ঢাকা
  • শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ন

রাজশাহীর বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২২ এর বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান


প্রকাশের সময় : মে ২১, ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন / ৫৩
রাজশাহীর বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২২ এর বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর বাঘার আম কে বিশ্বের দরবারে পরিচিতি ঘটাতে উপজেলা কৃষি অফিসের আয়োজনে “বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিউটিশন’’ ২০২২ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার বাঘা উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম।

প্রতিযোগিতায় বিজয়ী তিন জন হলেন, শারমিন আক্তার, মাসুদ রানা ও এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলামসহ বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।

উল্লেখ্য, এই প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকার করে রেডিও বড়ালের সহকারী স্টেশন ম্যানেজার মাসুদ রানা।