নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহূর দুর্গাপুর উপজেলার চাড়ালপুকুর নামে পরিচিত গোপালপুর গ্রামের জর্দ্দারপাড়ায় অবস্থিত পুকুরটি সংস্কার কালে এক ব্যক্তি পানের বরজে মাটি দেয়ার জন্য পয়গ্রামের কেকারুতলায় মাটি জমা রাখেন। সেখানে এক মহিলা ছাগলের ঘাস কাটার সময় একটি অত্যন্ত পুরাতন অনেক মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূর্তি দেখতে পায়। তারপর সেটি আরেকটি মহিলা দেখতে পায়, দুইজনের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে
বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে আশেপাশের মানুষ তা শুনতে পায়। তারপর নিকটস্থ দূর্গাপুর থানায় খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: সোহেল রানা ও দুর্গাপুর থানার ওসি মহাদয় আসলে তাহাদের কাছে প্রত্নতাত্ত্বিক মূর্তিটি হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :