নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা: আতিকুল হক, বাশিস চারঘাট উপজেলা সভাপতি ইমদাদুল ইসলাম, নৌ পুলিশ ফাঁড়ি ইনর্চাজ বেলাল হোসেন, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, চারঘাট এমএ হাদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মতিন ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ।
সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচন উপলক্ষে সীমান্ত এলাকায় কঠোর নজর দারী রাখার জন্য আইন শৃঙ্খলার বাহিনীকে পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। মাদক দ্রব্য প্রতিরোধ করার জন্য সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :