• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাট উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন / ৪২
রাজশাহীর চারঘাট উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ “টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” এই স্লোগানকে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চারঘাট উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৩.৩০ ঘটিকা হতে ইফতারের পূর্ব পর্যন্ত চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন  চারঘাট উপজেলার সভাপতি সুফেল রানার সভাপতিত্বে ও সেক্রেটারি মো: মিঠু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলটি উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী জেলা আইবিডাব্লিউএফের সেক্রেটারি ড. আব্দুর রহিম।

উক্ত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যবসায়ী সংগঠনটির উপদেষ্টা ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্যের পাশাপাশি দুই বছরের জন্য চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের কমিটি ঘোষনা করেন রাজশাহী জেলা আইবিডাব্লিউএফ এর সহ-সভাপতি হাফেজ মোঃ হাফিজুর রহমান। এতে নির্ধারিত বিষয়ের উপর বিশেষ অতিথির আলোচনা পেশ করেন চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের সম্মানিত উপদেষ্টা মাস্টার আবুল কালাম আজাদ ও অধ্যাপক মোঃ আইয়ুব আলী।

উক্ত কাউন্সিলের শুরুতেই ব্যবসা ও সুদের পার্থক্য নিয়ে কোরআনের শিক্ষা পেশ করেন চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম।

প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ সততার সাথে সেবার নিয়তে ব্যবসা করার আহ্বান জানিয়ে বলেন সকল প্রকার অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে সোনার এই দেশে যদি তাকওয়াবান ব্যবসায়ী তৈরী হয় তাহলে সোনার মদিনার মতো ভরপুর নিয়ামত দ্বারা সজ্জিত হবে আমাদের ছোট্ট এই দেশটি। অতিথিবৃন্দ বলেন ব্যবসাও একটি ইবাদাত আর সৎ ব্যবসায়ীরা কেয়ামতের দিনে নবী-রাসূল ও শহীদগনদের সাথে থাকবেন। দ্বি- বার্ষিক কাউন্সিলের সম্মানিত সভাপতি কাউন্সিলে উপস্থিত সকল ব্যবসায়ীকে সততার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে দ্বি-বার্ষিক কাউন্সিলে যোগদানকারী সকল ব্যবসায়ীকে ধন্যবাদ জানিয়ে উক্ত কাউন্সিলের সমাপ্ত ঘোষণা করেন।