নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও ৫৩ তম জাতীয় সমবায় দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মহসীন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক, স্থানীয় সমবায়ীবৃন্দ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সবশেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও চেক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :