নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় চারঘাটেও উদযাপিত হলো জাতীয় সমবায় দিবস- ২০২৩। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে দিবসের কর্মসূচি মোতাবেক শনিবার সকাল ১০ টায় একটি র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, উপজেলা সমবায় কর্মকর্তা বুলবুল ইসলাম ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাজদার রহমান।
সবশেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :