• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন / ৪৫
রাজশাহীর চারঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে কর্মরত সকল সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার সারদা বাজারের নন্দিতা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াত পূর্ব শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী রাজশাহী জেলা পূর্ব শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক সোয়েব আলী।

চারঘাট উপজেলা জামায়াতে ইসলামী শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক সুফেল রানার পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি শফিকুল ইসলাম।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক (দৈনিক সোনালী সংবাদ), চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান (দৈনিক মানবজমিন), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রবি (দি এশিয়ান এজ), চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ (দৈনিক সমকাল), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইসমাইল হক (দি ক্রান্টি টুডে), ইসরাইল হোসেন সরকার (আমাদের অর্থনীতি), সজিব ইসলাম, (প্রতিদিনের সংবাদ), শাহিনুর রহমান সুজন (প্রতিদিনের বাংলাদেশ), সাইফুল ইসলাম রায়হান (উত্তরা প্রতিদিন), জিল্লুর রহমান (আমাদের রাজশাহী), ইসতিয়াক আহম্মেদ (সময়ের আলো), মৌসুমি দাস (সোনালী সময়), আবু হানিফ (দৈনিক বার্তা), খোরশেদ আলম (দি এশিয়ান এজ) প্রমুখ।

মতবিনিময় সভায় জামায়াত নেতারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলতে পারছি। নতুন করে দেশ আবার স্বাধীনতা লাভ করেছে। এই অর্জন আমাদের ছাত্র-জনতার। ভবিষ্যতে আমরা সকলে এক হয়ে মিলে মিশে সুন্দর এবং আধুনিক একটা বাংলাদেশ গড়বো। বিগত সময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় তো দূরের কথা এক যায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ টুকুও দেয়নি বিগত স্বৈরাচার সরকার। এখন আমরা বাকস্বাধীনতা ফিরে পেয়েছি এবং কথা বলতেও আর কোন সমস্যা নাই। এসময় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তাঁরা।