নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে সমাজসেবা অধিদপ্তর কতৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে চারঘাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় (উপ-সচিব) পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, রাজশাহী সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক হাসিনা মমতাজ, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মুশাররফ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, চারঘাট মডেল থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ ও শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
সেমিনারে বয়স্কভাতা ও বিধবাভাতাসহ সমাজসেবা অধিদপ্তরের আওতায় সরকারি অবদান সঠিক ভাবে বিতরণের ব্যাপারে ব্যাপক আলোচনা হয় এবং মোবাইলের মাধ্যমে উক্ত টাকা যেনো হ্যাকারদের নিয়ন্ত্রণে না যায় এ ব্যাপারে সচেতনতা মূলক প্রচারের জন্য ইউপি চেয়ারম্যানসহ সকলের প্রতি আহবান জানান।
আপনার মতামত লিখুন :