
নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহি দ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে “জাতীয় জীবনে একুশের চেতনা” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাগন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম রঞ্জন কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি সনি আজাদ ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। শেষে, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :