• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন / ৭৪
রাজশাহীর চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোঃ মোজাম্মেল হক, চারঘাট, রাজশাহীঃ সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর পালিত হয়েছে।

দিবসের কর্মসূচি মোতাবেক সূর্যদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন করা হয়। এরপরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু হয়। কর্মসূচি মোতাবেক সকাল ০৭:৩০ মিনিটে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং চারঘাট উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ০৮:৪৫ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে একটি র‍্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে র‍্যালীটি শেষ হয়। সকাল ০৯:০০ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান ও চারঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ।

সকাল ০৯:১০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বি এন সিসি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান ও উপজেলা সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর আলমাছ। এরপর বেলা ১১:০০ টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তি যোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মশাররফ, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর আলমাছ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ব্রজ হরি দাস ও বাশিস চারঘাট উপজেলা শাখার সভাপতি ইমদাদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।