• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ৭:২১ অপরাহ্ন / ৫১
রাজশাহীর চারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন  উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

মহান স্বাধীনতা দিবসে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অপর্ণ করেন, উপজেলা প্রশাসন, পৌরসভা, মডেল থানা, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠন।

উপজেলা প্রশাসনের আয়োজনে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সকাল ৯ টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বাবু, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক সুফেল রানা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ। সবশেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।