• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ কসমেটিকস ব্যবসায়ীকে ৭০ টাকা জরিমানা


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ন / ৩২
রাজশাহীর চারঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ কসমেটিকস ব্যবসায়ীকে ৭০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালা করে এ সময় মানহীন নকল কসমেটিকস বিক্রি এবং বিদেশি কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য, মেয়াদ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিল না থাকায় দুই কসমেটিকস ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে চারঘাট সদর বাজারের বিভিন্ন কসমেটিকসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।

জানা যায়, সকাল ১১টার দিকে অভিযানের শুরুতে চন্দ্রন কুমার নামে এক ব্যবসায়ীকে বিভিন্ন দোকানে নকল ও বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য সরবরাহ করার অভিযোগে দেশী-বিদেশী মোড়কের কসমেটিকসসহ আটক করা হয়ে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর দুপুর ১ টার দিকে জিয়া প্রসাধনী নামক কসমেটিকস দোকানে অভিযানে পরিচালনা করা হয়। সেখানে বিপুল পরিমাণ নকল স্যানেটারী ন্যাপকিন, ক্রীম, লোশান, বিদেশী কসমেটিকস জব্দ করা হয়। এসময় ওই ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করলে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত নকল ও অনুমোদনহীন কসমেটিকস ও কসমেটিকস তৈরির রাসায়নিক দ্রব্য জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন, সরকারের শুল্ক ফাঁকি ও  নকল মানহীন পণ্য আমদানিকারকের তথ্য না থাকার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।