চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার তালতলা-বিশ্ববিদ্যালয় সড়কের বাদুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, ভ্যান চালক বাঘা উপজেলার হেলালপুর গ্রামের নইমুদ্দিন সরকারের ছেলে মাজদার রহমান (৫৫) ও
মোটরসাইকেল আরোহী মতিহার এলাকার বুলবুল আলীর ছেলে সিয়াম আহমেদ (১৮)। এ ঘটনায় ভ্যানের দুই যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার তালতলা-বিশ্ববিদ্যালয় সড়কে দিয়ে ভ্যান গাড়িটি নওদাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ভ্যান বাদাুড়িয়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক মাজদার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সিয়ামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘন্টা খানেক পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। দুই পরিবারের কারো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত হবেনা।
আপনার মতামত লিখুন :