চারঘাট প্রতিনিধিঃ চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কাালুহাটি হিন্দুপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রায় ৮লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হওয়ারখবর পাওয়া গেছে।
এলাকাবাসী জানায় সোমবার প্রায় সন্ধ্যার দিকে উপজেলার কালুহাটি হিন্দুপাড়া গ্রামের লালন ও শিলন দুই ভাইয়ের ঘরে আগুন লেগে একটি মটর সাইকেল ও নগদ টাকাসহ ৫টি ঘর পুড়ে যাই।
সংবাদ পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হয়।
এ বাপারে চারঘাট ফায়ার স্টেশনের ইনচার্জ মোজাম্মেল হক বলেন অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হয়েছি,এতে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ও উপজেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এস এম শামীম আহমেদ বলেন অগ্নিকান্ডের সংবাদ পেয়েছি। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :