• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের অধীনে ‘শিখা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন / ৯৪
রাজশাহীর চারঘাটে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের অধীনে ‘শিখা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করবে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘শিখা প্রকল্প’। যা জেন্ডারভিত্তিক সহিংসতা, হয়রানির প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জোরদার করে ব্যক্তিগত ও জনপরিসরে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে। সোমবার (১৯ মে) সকালে চারঘাট উপজেলা সম্মেলন সম্মেলন কক্ষে আয়োজিত ‘শিখা প্রকল্পের অবহিতকরণ মিটিংয়ে এসব কথা জানানো হয়েছে।

প্রকল্প কর্মকর্তা মোঃ সাবির হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রকল্পের পক্ষ থেকে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যেখানে সিদ্ধান্ত গ্রহণে সবার সমান অধিকার থাকবে। জেন্ডারভিত্তিক সহিংসতাকে শুধুমাত্র নারীর সমস্যা হিসেবে দেখে না বরং মানবাধিকার, উন্নয়ন ও সামাজিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত করা হয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, সত্যিকারের পরিবর্তন তখনই আসবে যখন শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা ব্যক্তিগতভাবে নারী-পুরুষের সমতার গুরুত্ব উপলব্ধি করবে।

এরআগে অনুষ্ঠানের শুরুতেই শিখা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন শিখা প্রকল্পের কর্মকর্তা মোঃ সাবির হোসেন। এ সময় তিনি বলেন, শিখা প্রকল্প মূলত উপজেলা লেভেলে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক স্পেসে এবং ডিজিটাল প্লাটফর্মে কাজ করবে। জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সামাজিক সচেতনতা ও জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, যা আমাদের আচরণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সরওয়ারদ্দিনসহ সুশীল সমাজ প্রতিনিধি, প্রধান শিক্ষক বৃন্দ ও কমিউনিটি ভলেন্টিয়ার প্রমুখ।