নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ "নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় চারঘাটেও পালিত বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিবসের ককর্মসূচি মোতাবেক সকাল ১০ টায় একটি র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা এস এম শামীম আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লা ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।