• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত


প্রকাশের সময় : মে ৩১, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন / ৯৪
রাজশাহীর চারঘাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সওয়ারদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা জামায়েতের আমীর আবুল কালাম আজাদ, শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সবশেষে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।