• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে বিএসটিআই কর্তৃক অভিযান


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৩, ৫:২৮ অপরাহ্ন / ১১৭
রাজশাহীর চারঘাটে বিএসটিআই কর্তৃক অভিযান

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে বিএসটিআই এর একটি দল চারঘাট বাজারে কয়েকটি হোটেল রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে। বুধবার দুপুরে রাজশাহী বিএসটিআই বিভাগীয় অফিসের একটি দল চারঘাট বাজারে শ্রীকৃষ্ণ হোটেল, রাজ হোটেল ও ভাই ভাই মিষ্টান্ন হোটেলে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় হোটেলে বিএসটিআই অনুমোদন বিহিন, মেয়াদ বিহিন, ওজন মূল্য না থাকা ও প্রস্তুতকারীর কোন ঠিকানা না ত্থাকায় হোটেল মালিকদের সর্তকত করে দেওয়া হয় এবং অভিলম্বে উল্লেখিত কাগজপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এ সময় বিএসটিআই অফিসের সহকারী পরিচালক জুলফিকার আলীর কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবাদনকে বলেন, অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। অভিযান কালে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের পরিদর্শক আব্দুল কাইয়ুম ও পরিদর্শক আবু বক্কর সাথে ছিলেন।

এর আগে তারা হলিদাগাছি আদর্শ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার প্রমাণ পেলে তাদেরকে সঠিক ওজনে পেট্রোল বিক্রি করার জন্য নির্দেশ দেওয়া হয়। এবং পরবর্তী সময়ে এ ধরনের অভিযোগ পেলে তাদেরকে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা জানান।