• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী উদ্ যাপন উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ


প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন / ১৮৫
রাজশাহীর চারঘাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী উদ্ যাপন উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে পালিত হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এঁর ৯৩তম জন্মবার্ষিকী।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানঞ্জুরা মুশাররফ, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভিন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, চারঘাট মডেল থানার (ওসি) মাহবুবুল আলম ও জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা। এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।