• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে পিপিয়ার রোগ নির্মূলে বিনামূল্যে টিকা প্রদান উদ্বোধন


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন /
রাজশাহীর চারঘাটে পিপিয়ার রোগ নির্মূলে বিনামূল্যে টিকা প্রদান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা প্রানিসম্পদ চত্বরে এ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির।

এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, খামারী, সাংবাদিকসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ টিকা প্রদান কার্যক্রম চলবে ০১লা অক্টোবর ২০২৪ থেকে ১৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত।