নিজস্ব প্রতিবেদক,চারঘাট, রাজশাহীঃ সারা দেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবসটির কর্মসূচি মোতাবেক সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চারঘাট উপজেলা প্রশাসন ও চারঘাট উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। এরপরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ লুৎফুন নাহার, চারঘাট মডেল থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু ও জেলা আওয়ামী লীগের সদস্য মাজদার রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সবশেষে নবাগত নির্বাহী কর্মকর্তা সাইদা খানম কে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলার চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ এবং শহীদ বৃদ্ধিজীবিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :