নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে স্থানীয় সকল সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন চারঘাট মডেল থানার নবাগত ওসি।বৃহস্পতিবার সন্ধ্যায় ওসির নিজ কার্যালয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চারঘাট মডেল থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, চারঘাট রিপোটার্স ইউনিটি’র সভাপতি ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন এবং চারঘাট রিপোটার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
আলাচনা সভায় ওসি বলেন, সাংবাদিক ও পুলিশ যৌথ ভাবে অন্যায়ের বিরুদ্ধে কাজ করলে অনেক অনিয়মের সমাধান করা সহজ হবে। ভুল ত্রুটির উদ্ধে কেউ নয়, তবে সেই মাত্রাটা যেন অতিরিক্ত না হয়, সে দিক লক্ষ্য রাখতে হবে। সমাজের ছোট ছোট অপরাধ গুলো পারিবারিক ভাবে প্রতিহত করা সহজ হবে।
মতবিনিময় সভায় চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, চারঘাট একটি মডেল থানা সেদিক থেকে তুলনামূলক ভাবে পুলিশ সদস্য সংখ্যা অনেক কম যার কারণে ছোট ছোট অনেক অপরাধ গুলো পারিবারিক ও সামাজিক ভাবে নিরসন করতে হয়।
তবে সব কিছুর মূল কারণ হিসেবে দেখা গেছে মাদক। এ মাদকের বিরুদ্ধে পুলিশ, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সামাজিক আন্দলোন গড়ে তুলতে হবে।
আপনার মতামত লিখুন :