• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাটে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়


প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৩, ৩:৫৫ পূর্বাহ্ন / ৫৩
রাজশাহীর চারঘাটে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সাথে চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা মতবিনিময় করেন। সোমবার দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম চারঘাট উপজেলা প্রেসক্লাবের সদস্যদের বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপক্ষ যেনো হয় সেজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবর, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস ও সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।