• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:২২ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাটে দুইদিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৩, ১২:০০ অপরাহ্ন / ২০
রাজশাহীর চারঘাটে দুইদিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে দুইদিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সাহিত্য মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য মেলার আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী এসোসিয়েশনের সহ সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডঃ তসিকুল ইসলাম রাজা, দৈনিক প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি আবুল কালাম আজাদ, সরদহ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাজদার রহমান, চারঘাট এমএ হাদী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাহাজ উদ্দিন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, ডাঃ রফিকুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ ও সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু।

এর আগে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। দুই দিন ব্যাপী সাহিত্য মেলার শুক্রবার শেষ দিন। মেলায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান স্টল দিয়ে অংশ গ্রহণ করেন।