নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে দুইদিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সবুজ চত্বরে সাহিত্য মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসেবে (ভার্চ্যুয়ালী) উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম, এমপি।
তিনি তার বক্তব্যে, সন্তষ্টি প্রকাশ করে বলেন চারঘাটের হারানো শিল্প সাংস্কৃতিকে পুনর্জীবীত করতে এই প্রথম চারঘাট উপজেলায় সাহিত্য মেলা অনুষ্ঠিত হল। আগামী দিনে এটাকে আরও প্রসারিত করার জন্য তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম ও সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু সহ সকল ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সবশেষে, সাহিত্য মেলায় অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।