
নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহী চারঘাটে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামের মৃত্যু কাশেম সরকারের ছেলে কোবাদ আলী হাগু (৫৫) তার স্ত্রী সোনাভান বেগম (৪৫) ও তার মেয়ে ইশিতা খাতুন নারগিস (২৭)।
রাজশাহী জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবির ইন্সপেক্টর আতিকুর রহমান সরকারের নের্তৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দিন গত রাতে বালাদিয়াড় গ্রামের কোবাদ আলীর বাড়ীতে অভিযান চালায়।
এ সময় ১০ বোতল ফেন্সিডিল সহ কোবাদ আলী তার স্ত্রী ও তার মেয়েকে হাতে নাতে আটক করে চারঘাট থানা পুলিশের কাছে সৌপর্দ করলে থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাইজতে প্রেরণ করে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার মাদকদ্রব্য আইনে একটি মামলা করে।
ডিবি ইন্সপেক্টর আতিকুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
আপনার মতামত লিখুন :