নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও সরকারি অনুদান হিসেবে ৫৭০ জন জেলেদের মাঝে ২৫ কেজি চাউল বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় চারঘাটে খাদ্য গুদামে চাউল বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লা মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকন আলী, চারঘাট ইউপি সদস্য মোশাররফ হোসেন ও সাংবাদিক বৃন্দ।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর (রবিবার মধ্যরাত) থেকে ০৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ পদ্মা-মেঘনা নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
আপনার মতামত লিখুন :