• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুথানে আহত ও শহিদদের স্বরণে স্মরণ সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ন / ৫৪
রাজশাহীর চারঘাটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুথানে আহত ও শহিদদের স্বরণে স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গনঅভ্যুথানে আহত ও শহিদদের স্বরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, চারঘাট মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক, বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সাধারণ সম্পাদক মুরাদ পাশা, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ, রাবি শাখা চারঘাট সমিতির সভাপতি মামুনুর রশিদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, সরদহ ইউপি প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাটের প্রতিনিধি সনি আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জামায়াত বিএনপির ছাত্র সংগঠনের সদস্য বৃন্দ।

সবশেষে জুলাই-আগস্টে আন্দলোনে নিহত শহিদদের আত্নার মাগফিরাত কামনা করে ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।