• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২২, ৭:২৯ অপরাহ্ন / ১৪২
রাজশাহীর চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর চারঘাটে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য র‌্যালি, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লাহ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র একরামুল হক, বারিন্দ মেডিকেল কলেজের পরিচালক ডা. রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম সরকার, চারঘাট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা নকিবুল ইসলামসহ স্থানীয় মৎস্য চাষী, ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিগণ।

এ সময় তিনজন সফল মৎস্যচাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।