নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় চারঘাট উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে এসে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘার সংসদ সদস্য আলহাজ্ব শাহরিয়ার আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহমেদ লনি, মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, ও ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ।
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লা মোল্লা।
সব শেষে অনুষ্ঠানে উপজেলা শ্রেষ্ঠ মৎস্যজীবি ও মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ৪৫ জনের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ৩২ জন কে সেলাই মেশিন ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৪ আদিবাসী শিক্ষার্থীদের সাইকেল ও উপবৃত্তির টাকা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :