• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করলেন রাজশাহী জেলা প্রশাসক


প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৩, ২:২০ অপরাহ্ন / ৫৮
রাজশাহীর চারঘাটে কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করলেন রাজশাহী জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্র সহ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসক শামীম আহমেদ উপজেলার হলিদাগাছি আবাসন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি আবাসনের বাসিন্দাদের সাথে কথা বলেন এবং একটি বৃক্ষ রোপন করেন।
এরপরে, সরদহ সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ ছাড়া সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারঘাট ভূমি অফিস পরিদর্শন করেন।
এদিকে, চারঘাট উপজেলার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, পৌর মেয়র একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু ও উপজেলা প্রকৌশলী রতন কুমার ফোজদার সহ উপজেলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।