• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৫, ৭:০৭ অপরাহ্ন / ৩২
রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ “অধিকার, সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও ০৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শনিবার (৮ মার্চ) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন এর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান ও দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি সনি আজাদ।

উপস্থিত ছিলেন, পৌর প্রকৌশলী রেজাউল করিম, পৌর সচিব মোবারক হোসেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থী, আত্মকর্মসংস্থানেরবৃন্দ। সবশেষে, মহিলাদের আত্মকর্মসংস্থানের ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।