• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন / ৭৭
রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ সারাদেশের মত রাজশাহীর চারঘাটে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচি মোতাবেক রাত ১২:০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ সহ উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ।

এ দিকে, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান আলমাছ, সরদহ সরকারি কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক অধ্যাপক মাজদার রহমান সহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপরে বুধবার সকাল ১০:০০ টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে চিত্রাঙ্কন ও হাতের সুন্দর লিখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।