• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:২৮ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ১৫, ২০২৩, ২:৫৩ অপরাহ্ন / ৩৪
রাজশাহীর চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম, উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট নৌ পুলিশ ফাঁড়ি অফিসার ইনর্চাজ বেলাল হোসেন, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাইফুল ইসলাম বাদশা, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সকল ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ব্যপক আলোচনা করা হয়।