নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানঞ্জুরা মুশাররফ, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, চারঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনর্চাজ বেলাল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইমদাদুল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, ইউসুফপুর সিমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার সোলাইমান প্রমুখ।
সভায় মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহব্বান জানানো হয়। এ ছাড়া সাংবাদিকতার নামে কেউ যেনো অপ-সাংবাদিকতা করতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকার জন্য আহব্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :