নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটের থানাপাড়া সোয়ালোজে পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় থানাপাড়া সোয়ালোজের সম্মেলন কক্ষে সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, চারঘাট মডেল থানার প্রতিনিধি এস আই মাহবুব ও উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজিমুদ্দিন। এ ছাড়া শিক্ষক, সাংবাদিক ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
অবহিত করণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, থানাপাড়া সোয়ালোজের সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনী। সভায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে অবহিত করণ এবং পরামর্শ দেন উপস্থিত সদস্য গন।