
নিজস্ব প্রতিবেদক,চারঘাট,রাজশাহীঃ রাজশাহী চারঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার নন্দনগাছী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও অত্র প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
শীত বস্ত্র বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, বর্তমান সরকার সব সময় গরীব দুঃখী মানুষের পাশে রয়েছে তাই অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে আজকে শীত বস্ত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :