• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৩, ২:৩৫ অপরাহ্ন / ৬৯
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের যোগদান উপলক্ষে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টার সময় গোদাগাড়ী উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সবুজ হাসান, পৌর প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, মাও. দুরুল হোদা।

অনুষ্ঠানে ক্তব্য প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরি। ওয়ার্ক পটির রাজশাহী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সধারন সম্পাদক সাজাহান শাহীন, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখার সহঃ সাধারণ সম্পাদক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্য বলেন, আমি কাজে বিশ্বাসী, আপনাদের সহযোগিতা চাই, এলাকার কাজ করতে চাই, আমি কোন কাজ করতে গিয়ে যদি বাধা পাই, তবে আমার কাজ করার গতি কমে যাবে, সাংবাদিকদের উদ্দোশ্যে তিনি বলেন, আমার কাজে ও ব্যবহারে আপনারা যদি কষ্ট পান তবে অফিসে এসে বলবেন, আমি খুশি হব।

অন্যান্য বক্তাগণ বলেন, আমাদের এলাকার আইন শৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম ভাল, একটাই বদনাম মাদক, বিভিন্ন দপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা খুবই শক্তিশালি, মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। হেরোইন, ইয়াবা, ইদানিং গাঁজা, মাদক ব্যপকহারে বৃদ্ধি পেয়েছে। এদের বিরুদ্ধে কঠোর হতে হবে।যুবসমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।

গোদাগাড়ীর আইনশৃঙ্খলা ভালই আছে, তবে আরও ভাল রাখার জন্য উপজেলার পুলিশ, বিজিপি, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দের অনেক সচেতন হতে হবে