• ঢাকা
  • সোমবার, ০৫ Jun ২০২৩, ০১:২৩ অপরাহ্ন

রাজশাহীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যাটি ছিলো বেশ সন্দেহ ও রহস্যজনক


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২২, ৭:৫৬ অপরাহ্ন / ২৩৬
রাজশাহীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যাটি ছিলো বেশ সন্দেহ ও রহস্যজনক

শেখ শিবলী, রাজশাহীঃ রাজশাহীতে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে মহানগরীর মতিহার থানার বামনশিখর এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা কেন এই বৃদ্ধাকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। কাউকে আটকও করা হয়নি।

নিহত বৃদ্ধার নাম গেরেজান বিবি (৭০)। বাড়িতে তিনি তার নাতির ছেলেকে নিয়ে থাকতেন। ওই কিশোরের বয়স ১০ বছর। গেরেজানের দুই ছেলে ও দুই মেয়ে আছে। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকে। আর দুই ছেলে পাশেই আলাদা বাড়ি করে বসবাস করেন।

রাজশাহী মহানগরীর মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, গেরেজানের গলাকাটা লাশ ঘরের দরজার কাছে পড়ে ছিল। ঘটনা জানাজানি হলে রাত সোয়া ৪টার দিকে তারা খবর পান। এরপর পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। শনিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে।