
নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় ডলফিন ক্লিনিকের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী তরুণী নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম খাদিজা আক্তার (১৮)। তিনি তানোরের চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, একটি মালবাহি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় খাদিজা মোটর সাইকেলের পেছন থেকে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক চালককে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :